ঈশ্বর-সন্ধানে রত কোথায় ঈশ্বর?
কেউ কী দেখাতে পারে কোথায় বিরাজে
অতীব ব্যাকুল চিত্ত মন নেই কাজে
জানে সব অবতার তিনি গদাধর।
কিন্তু জানে না নরেন কার অনুচর
'এত স্বার্থপর তুই জ্বলে যায় গা-যে
কোথা বটবৃক্ষ হবি চিন্তা আজেবাজে
'শিবজ্ঞানে জীবসেবা'- এই ভাব ধর।


'চাই মুক্তি সকলের, নতুবা সাধনা
ব্যর্থ, সামর্থ্য অসীম আর তো পাব না।'
'ফিরে যাবে ঋষিলোকে জানিবে যেদিন
ও কে? চল্লিশেই বাঁধা হীরকের কণা
কৈশোর যৌবন আর জরার বেদনা
অসীম অমৃতলোক টানিবে সেদিন'।