এবার বিদায় নাও শীতলতা নিয়ে
পিছে বসন্তিকা দেখ অপূর্ব সম্ভারে
ছড়াবে কুসুমকলি সুরভি মিশিয়ে
তুলিবে মধুর সুর মনোবীণাতারে।
মধুপ মাতাল হবে মধু পিয়ে পিয়ে
কোকিলা ব্যাকুল হয়ে ডাকে বারে বারে
কখন আসিবে প্রিয় ডাকে সাড়া দিয়ে
সুভাসিত ঋতুরাজ দাঁড়ায়ে যে দ্বারে।


প্রাণের স্পন্দন জাগে ওর আগমনে
সাথে রয় সুধামাখা দখিন মলয়
স্বতঃস্ফূর্ত উচ্ছলতা চলে অনিবার।
হৃদয়ে হৃদয় মেশে নিভৃতে নির্জনে
প্রেমের শাশ্বত বাণী অমর অক্ষয়
ঋতুরাজ দেয় খুলে হৃদয়ের দ্বার।