পরিযায়ী পাখিদের আবাসন গাছে
গ্রীষ্মের প্রখর তাপে নিদ্রামগ্ন পাড়া
অতন্দ্র প্রহরী আমি কান সদা খাড়া
রচনায় মগ্ন রই জানালার কাছে।
দেবীর কল্যাণে ঘটে যতটুকু আছে
চুপিসারে আসে যুবা বলি 'দাঁড়া তুই ,
ধনুর্বাণ কেন হাতে, এ কী সৃষ্টিছাড়া!
বাঁচা কি যায় না ভাই দুধভাত মাছে?'


পাখিরা পেয়েছে খুঁজে এটুকু আশ্রয়
নিরাপদে আছে বেশ বিন্দাস নির্ভয়
কেড়ে নিতে চাস কেন ওদের জীবন!
সুমতি উদয় হলো 'চেতনার জয়'
বলিল কাতর কণ্ঠে 'তুমি দয়াময়,
দিলে খুলে হৃদয়ের রুদ্ধ বাতায়ন।'