ছোটো বড়ো কত শিলা গতি পায় স্রোতে
স্থবিরতা নিরুদ্দেশ এখন জঙ্গম
পাহাড়ের বুকে ছিল যেন বন্ধ দম
কেন সে পিছিয়ে রবে চায় সে এগোতে,
শক্তিদাত্রী স্রোতস্বিনী নিদ্রাভঙ্গ ওতে
মেদ ঝরে গাত্র হতে দেহভার কম
এখন রূপসি বেশ দৌড়োতে সক্ষম
'জন্ম কোথায় আমার আসি কোথা হ'তে'?


গতিময় জীবনের বাড়ে সজীবতা
ব্যর্থতার গ্লানি বয় অলস অনড়
আঘাতে আঘাতে লভে কর্মকুশলতা
জটিল আবর্তে ঘটে ঘূর্ণাবর্ত ঝড়।
ছুটিছে প্রচন্ড বেগে গ্রহ-তারা-শশী
লেখনীর ক্ষুরধারে হার মানে অসি।