সৌন্দর্যমণ্ডিত মুক্তা কচুপত্রে জল
এই আছে এই নাই করে টলোমল।
ধরাতে বিলীন হয় মৃদুমন্দ বায়ে
পরম শান্তির স্থান জননীর পায়ে।
ঢেউ ওঠে গর্বভরে পরক্ষণে নত
প্রকৃতির খেলা দেখে হই অবগত।
উচ্চ নীচ ভেদাভেদ বৃথা কলরব
সুনামির কশাঘাতে নিমেষেই শব।


লোহিত শোণিত দেহে বৃথা নাহি যায়
অসময়ে মুমূর্ষুর জীবন বাঁচায়।
বৃথা গর্ব অহংকার অকারণ দ্বেষ
ধরা হতে এসবের হোক শীঘ্র শেষ।
মুনি ঋষি সকলের আকাঙ্ক্ষিত ধন
পরিশেষে যেন পায় মা'র শ্রীচরণ।