সহিষ্ণুতা লোপ পেলে উষ্ণায়ণ ঘটে
গলিত লাভার স্রোতে নষ্ট জনপদ
আলোচনা মানে হার বিষাদ এমন
ফুটে ওঠে অসন্তোষ সমগ্র ভুবনে।
সৌহার্দ্যের পরিবেশ পাক খায় জটে
অসাধ্যসাধন এ যে কে করিবে রদ
ভেঙে যায় ভালোবাসা হৃদয় ও মন
বিষাক্ত ছোবলে দগ্ধ প্রতি ক্ষণে ক্ষণে।

সহ্যেরও সীমা আছে কত আর সয়
হিমবাহ গলে জল রোধ করা দায়
নিমজ্জিত হবে ফের এই ধরাতল।
উষ্ণায়ণ রোধ চাই দেরি আর নয়
জাগরুক হোক বোধ পৃথিবীও চায়
আগামী প্রজন্ম পাক ফিরে মনোবল।