বসন্তের আগমনে চিত্তে শিহরন
প্রকৃতিও সেজে ওঠে নবীন পল্লবে
মন হয় উচাটন কুহু কুহু রবে
তাঁহারে করিবে আজ প্রেম নিবেদন।
হৃদয় উজাড় করে পলাশ শিমুল
বাগিচায় প্রস্ফুটিত আরো কত ফূল
পরিধানে প্রেয়সীর লোহিত দুকূল
কবরীতে সুসজ্জিত কৃষ্ণকালো চুল।


ফুরায় দিনের আলো রাঙে নভ ফাগে
হেলেদুলে চলে ধনি ত্রিভঙ্গ বিভঙ্গে
আঁচল লুটিয়ে পড়ে বাগে অনুরাগে
আলিঙ্গনাবদ্ধ শশী জলধিতরঙ্গে।
‘পিউ কাঁহা’ ‘পিউ কাঁহা’ ব্যাকুল পাপিয়া
শ্রবণে পুলকে তাঁর দুলে ওঠে হিয়া।