স্বাবলম্বী বর খোঁজে সব প্রিয়তমা
শান্তিতে জীবন কাটে নেই বিড়ম্বনা
প্রাত্যহিক কর্ম করে, বেশ বনিবনা
সবাই পারে না এটি ক্ষোভ থাকে জমা।
কু-ভাবনা স্থান পায় দেখিলে পরমা
উচ্ছৃঙ্খল মনোভাব জাগায় বেদনা
বিকৃতমনার কাছে হারে সু-চেতনা
এমন কর্মের জন্য পায় নাকো ক্ষমা।


বয়ঃসন্ধিকালে প্রাণী রয় না একাকী
বিন্দাস জীবনশৈলী সুখে বসবাস
কেবল নর ও নারী আতঙ্কিত ভয়ে।
অঢেল সম্পদ চাই ছেলেখেলা নাকি!
যৌবন পেরিয়ে যায় একী পরিহাস!
সুখের কপোত যারা মরে দগ্ধ হয়ে।