ক্ষমা যে করিতে পারে সে জন মহান
হৃদয় সমুদ্রসম প্রশান্ত নিলয়
দূরদৃষ্টি কত তাঁর সুধাভরা প্রাণ
দৃঢ়তার প্রতিমূর্তি চিত্ত করে জয়।
গবেষণালব্ধ ফল ধ্বংস হল তাঁর
অবিচল নিউটন নিরুত্তর ডায়মণ্ড
দীপদানি নিয়ে চোর পেয়েছিল পার
বিশপের আলিঙ্গন, কী অপূর্ব দন্ড!


মোটেই সহজ নয় ক্ষমা প্রদর্শন
কত সহ্যশীল ওই ধ্যানস্থ ভূধর
অপরাধ সীমাহীন অরণ্যনিধন
বিটপীর কত ব্যথা তবু সমাদর।
প্রেমময় ভগবান ক্ষমার প্রতিভু
প্রেমসুধারসে সিক্ত নিরুপম বিভু।