যাচ্ছ কোথায় দাদুন আমাদের ছেড়ে?
তবে কে পাড়াবে ঘুম শুয়ে বিছানাতে
আমার সোনা-শৈশব নিয়ো নাকো কেড়ে
কে চেনাবে গ্রহ তারা ছাদে উঠে রাতে।
গা’র ধুলাকে যেমন ফেলে দেয় ঝেড়ে
তোমাকে ফেলেছে বুঝি খরচের খাতে
কত-না আদর যত্নে উঠেছিল বেড়ে
আপন ঔরসজাত কী আনন্দে মাতে!


অদৃষ্টের পরিহাস! কষ্ট নিদারুণ
জন্মদাতা মাতাপিতা বড় অসহায়
কার কাছে অভিযোগ করিবে দায়ের!
হারায় কর্তব্যবোধ অরুণ-তরুণ
অশ্রুবিগলিত চোখে পিছনে তাকায়
অন্তরে বেদনা জমা শুধু নাতিদের।