‘দেখ দেখ ফুলমণি বাবুর বাগানে
কী সুন্দর ফুটে আছে ক্যামেলিয়া ফুল!
খোঁপাতে লাগিয়ে দিলে হবি রে অতুল।
বাবুর আনন্দ খুব আমাদের গানে
দুজনে মাতিয়ে দেবো মাদলের তানে।
ওই দেখ বাবু বসে উড়ু উড়ু চুল
কানে তুই পরে ফেল পালকের দুল
বাবু যে বড়ই একা আসি ওর টানে।’


দেখেই অবাক বাবু ‘মানিয়েছে বেশ
কোথা পেলি ক্যামেলিয়া?’ শুনে রাঙা গাল’
‘তোমার বাগানে বাবু, ওই গুঁজে দিল।’
পরম তৃপ্তির হাসি চোখে তার রেশ
‘দেখার আশায় আমি গুনে গেছি কাল
এতদিন তোর জন্য প্রতীক্ষায় ছিল।’