দৌরাত্মির নেই শেষ কোথায় খোকন!
সারাদিন শুধু খেলা কোথা লেখাপড়া
ঢিল মেরে আম-পাড়া আর গাছে চড়া
এদিক-ওদিক খুঁজি কোথা বৈঁচিবন।
বর্ণপরিচয় শ্লেট কেবল তখন
আতাগাছে তোতাপাখি এরকম ছড়া
আমাদের দিদিমণি নয় মোটে কড়া
ছিল কত মধুময় ভাবি তা এখন।


মা-বাবার চাপ নেই প্রত্যাশাও কম
যেটুকু কপালে আছে সময়েই হব
পাড়াগাঁর পরিবেশ অতি মনোরম
পুকুরে নাচুনি খেলা কত অভিনব
চাপেই সিঁটিয়ে যায় শিশুরা অক্ষম
কেন যে অবুঝ এত কারে আর কব।