দেয় না সহজে ধরা আকাশের তারা
কঠোর শ্রমের পর ধরা দেয় এসে
সুপ্রসন্না ভাগ্যদেবী দেখে হেসে হেসে
বিপদের ভ্রূকুটিতে নিরুদ্বিগ্ন যারা।
করায়ত্ব করে নেয় সফলতা তারা
প্রবল স্রোতের টানে যাই দূরে ভেসে
তবুও যুঝেই চলি তীর পরিশেষে
বহে যায় দুনয়নে আনন্দের ধারা।


নিরলস সাধনার নেই কোনো জুড়ি
দীর্ঘ তপস্যার পর হয়েছেন বুদ্ধ
করায়ত্ব সিদ্ধিলাভ বোধিবৃক্ষতলে।
ক্ষয়ে ক্ষয়ে স্রোতঃপথে গোলাকৃতি নুড়ি,
তীব্র দহনের পর স্বর্ণ হয় শুদ্ধ
হীরকের উজ্জ্বলতা পালিশের ফলে।