জগ্নমাতা হৈমবতী অসুরদলনী
শরতের প্রতীক্ষায় সারাটা বছর
দেবীপক্ষ শুরু হলে মেলে অবসর
এখন বসন্ত সবে হৃদয়ে সিম্ফনি।
পেয়েছি প্রিয়ার ডাক জোছনা রজনি
উষ্ণতা ও শীতলতা বন্ধু পরস্পর
মনোরমা প্রকৃতির এরা সহচর
শেফালি যখন ফোটে শুনি আগমনি।


মেঘের ভেলায় ভেসে ওড়ে কত ফুল
হিম ঝরে ফোঁটা ফোঁটা পাতা বেয়ে ঘাসে
প্রকৃতিকে নব সাজে লাগে অপরূপ।
প্রাচ্যে ও পাশ্চাত্যে বাঙালি আকুল
আর কয় মাস পরে মাকে পাবে পাশে
প্রভাতে বোধনকালে জ্বেলে দেবে ধূপ।