বসন্ত এসেছে তাই অরণ্যে আগুন
অপরূপ সাজ দেখে হৃদয় উথলি
হেসে ওঠে উচ্ছসিয়া বাগিচাতে কলি
মধু খায় অলি গায় জাগে নবারুণ।
প্রতীক্ষার অবসান শিয়রে ফাগুন
খোঁপাতে পলাশ ফুল বাহুতে শাল্মলি
রুপসি লাবণ্যময়ী কোথা যাও চলি
শোনো শোনো বাজে ওই বাঁশরিতে ধুন।


সুশোভিত ঋতুরাজ ফেলেছে চরণ
অনুপম ছন্দে তাই বাজিছে শিঞ্জিনী
নবঘনশ্যাম সখা ত্রিভঙ্গ বিভঙ্গে ।
ঘরেতে রয় না আর উতলা এ মন
ফাগের আগুনে রাঙে শ্যামসোহাগিনি
মুকুন্দমুরারি আজ মাতে ঋতুরঙ্গে।