আঘাতের প্রত্যাঘাত! হয়ো না নির্দয়
যে ঘুসিটা মেরেছিলে নিশীথে বালিশে
ওটা যদি হতো শক্ত হাত যেত পিষে
আঘাত সেখানে হানে যেথা সুনিশ্চয়
জয় , না হলে পিছোবে, ভয় পরাজয়
তিনি তো মগ্ন এখন কোকিলের শিসে
নিশ্চিত মরণ জানে, পাছে আশীবিষে
দংশে, চুপ কেদারায় সুনামি না বয়।


শক্তেরে জানায় ভক্তি নরমের যম
কেন যে মানুষ আজ এত স্বার্থপর
চালায় জুলুমবাজি ক্ষমতার দম্ভ।
দিবারাত্র মানুষের নোংরামি চরম
পোশাকে যায় না বোঝা সভ্য না বর্বর
উত্তর পাই না খুঁজে ভেবে হতভম্ব।