বসন্ত ঋতুর ডাকে বরষা অকালে
এসেছে রাঙাতে মন রং নিয়ে হাতে
হতে চায় ভাগীদার দোলের সকালে
দূরত্ব ঘুচিয়ে দিয়ে মহানন্দে মাতে।
মিলেমিশে একাকার নাহি ভেদাভেদ
দ্বিধা দ্বন্দ্ব ঝেড়ে ফেলে যাও-না এগিয়ে
হাতে হাত ধরিলেই ঝরে যাবে ক্লেদ
আননে লাগিয়ে ফাগ রাঙো মেখে নিয়ে।


প্রকৃতিও এ লগনে মেলেছে সম্ভার
লালে লাল কৃষ্ণচূড়া পলাশ শিমুল
কেউ তো পিছিয়ে নেই গলে ফুলহার
সুশোভিত বাহু দুটি কবরীতে ফুল।
ও-সখী থেকো না ঘরে রুদ্ধ কেন দ্বার
এমন মধুর ক্ষণ পাবে নাকো  আর।