প্রবহমান জীবন
অজিত কুমার কর


উৎস থেকে আসছে নেমে
নদী আপন বেগে,
একটুও তো ঘুমোয় না সে
সর্বদা সে জেগে।


মোহনায় যে যেতেই হবে
পিছে ঘড়ির তাড়া,
পথের বাধা থামাতে চায়
বলে একটু দাঁড়া।


নিজ শক্তি প্রয়োগ করে
জয় করে সে বাধা,
শ্যামের বাঁশি শুনে যেমন
রয় না ঘরে রাধা।


মনকে বলি 'থামিস না রে
পিছেই পড়ে র'বি,
অলস হয়ে রইলে, বড়
কী করে তুই  হবি?


চল এগিয়ে সমুখ পানে
হতেই হবে জয়ী,
গতি, নিষ্ঠা, সহিষ্ণুতা
সঙ্গ দেবে ত্রয়ী।'


© অজিত কুমার কর