প্রকৃতি বিরূপ
অজিত কুমার কর


নিভে আর জ্বলে ওই জোনাকির আলো
মেঘমল্লারে বীণা আমারে শোনালো।
কোকিলার কুহু গান কদমের শাখে
কখনো পড়িনি আমি এমন বিপাকে।


ঝিরিঝিরি বরিষণ পথে আমি একা
আলো-আঁধারির খেলা কানে আসে কেকা।
এখনো অনেক পথ ঘনালো আঁধার
তারা নেই শশী নেই কী হবে এবার।


বিজুরি ঝিলিক মারে আকাশের বুকে
ক্ষণিকের আলো সে তো মেঘের মুলুকে।
আঁধার অনেক ভালো ও' আলোর চেয়ে
দু'চোখে আবছা দেখি আঁধি রয় ছেয়ে।


বিপত্তারণ যিনি পাঠাবেন লোক
অকারণে ভেবে মরি বৃথা করি শোক।
হ্যারিকেন হাতে এক এ'পথে যুবতি
তাঁর পিছে চলি আমি অগতির গতি।