***
ধুপ করে কী পড়ল ওটা
     চালতা না তাল?
ও’দুটো গাছ এখানে নেই
      পড়ল মাকাল
      টুকটুকে লাল।


দেখতে যেমন পাকা আপেল
       মন করে জয়
  পাখিরাও ছোঁয় না ওকে
         আহার্য নয়
        মৃত্যুকে ভয়।


ঝড়বাদলের অনেক আগে
      বোঝে আভাস
  রসদ ওরা মজুত করে
       আড়ালে বাস
      নেই হা-হুতাশ।


  প্রকৃতিকে বুঝতে পারে
        একথা হক
এই ক্ষমতা মানবের নেই
       হ্যাঁ, অপারক
       তবু বকবক।
***