প্রখর তপন-তাপে জ্বলিছে এ বঙ্গ
প্রকৃতির রুদ্র রূপ বিজলির কশা
ফুটিফাটা মাঠঘাট নিদারুণ দশা।
দামাল কালবৈশাখী না দেখালে রঙ্গ
সুর্য দেবতার ধ্যান হবে না যে ভঙ্গ।
এখন রসাল ফল তরমুজ শসা
জামরুল আম লিচু জোগায় ভরসা;
কূজন করিছে শাখে যুগল বিহঙ্গ।


আকাশ সাগর নীল ক্ষুব্ধ জলরাশি
উচ্ছ্বাসে গর্জিছে ঢেউ তপ্ত বালুচর
হেরিছে সন্তপ্ত বন শ্বেত শুভ্র হাসি
ভাসাবে অর্ণবে তরি কোথা অবসর।
আশার সঞ্চার মেঘে উত্তপ্ত মধ্যাহ্ন
কী বারতা  দেবে আজ, বলো অপরাহ্ণ।