.                     প্রথম শিক্ষাগুরু মা
                      অজিত কুমার কর


         স্কুলে গেলে বন্ধ হবে আমার যত দুষ্টুমি
তাই কি আমায় পাঠশালাতে পাঠিয়ে দিতে চাও তুমি?
               পড়বো আমি তোমার কাছে
               ঘরেই তো বই শিলেট আছে
স্কুলে তো নেই খেলনাপাতি তোমার দেওয়া ঝুমঝুমি।


     আমার কথা শুনল না মা পাঠিয়ে দিল ইস্কুলে
চোখের জলে নাকের জলে নিজের নামই যাই ভুলে।
                  চশমা নাকে গুরুমশাই
                 দেখে আমি সিঁটিয়ে যাই
একটা মোটা কালো দড়ি সেখান থেকে রয় ঝুলে!


ওখানেও তো অআকখ তোমার কাছেই লিখবো মা
    একটুখানি বড় হলে তখন না-হয় যাবো মা।
                  চুপটি করে বসে থাকি
                 মনে মনে তোমায় ডাকি
  হয়তো তখন রান্নাঘরে আমার কথা ভাবছো মা।


  মা যদি না শক্ত হতো লেখাপড়াই হতো না
এজন্য আর বংশীবাদক রাখাল হওয়া হলো না।
                এখন আমি পড়ি লিখি
                 নতুন কতকিছু শিখি
সব কৃতিত্ব তোমার মাগো কক্ষনো তা ভুলবো না।


© অজিত কুমার কর