প্রতীক্ষা
অজিত কুমার কর


নিত্যদিনই প্রহর গুনি
নদীর তীরে একাকী
তোমার দৃষ্টি এড়িয়ে গেছে
আমার বুকের লেখা কি?


একটিবারও ভাবলে না তো
রোজ কেন রই দাঁড়িয়ে
কখন তুমি ডাকবে আমায়
তাই আছি পা বাড়িয়ে।


কীভাবে যে সময় কাটে
পড়লো না তা নজরে
অটুট রাখি মুখের হাসি
শুষ্ক দুটি অধরে।


পাঁচটি ঋতুর পরে এখন
চতুর্দিকে বসন্ত
কবে তোমার সময় হবে
প্রতীক্ষা কি অনন্ত?