.          প্রেম অমর
        অজিত কুমার কর


প্রেম ও প্রীতি       সৌধ-স্মৃতি  
         নীল যমুনার তীরে,
শাজাহান নেই    মমতাজ নেই
       পাব না আর ফিরে।


প্রেম সুমহান      বিধির বিধান
         খণ্ডাবে কে তাকে,
শ্রীরাধার মন        হয় উচাটন
        বংশীধারীর ডাকে।


ফুল ও ভ্রমর     ঢেউ ও সাগর
            নভে পূর্ণ শশী,
রূপ মনোহর      পায় সমাদর
          যেন সব ঊর্বশী।


পার্বতী-শিব   কে কার মনিব?
           সবার বরণীয়,
কৈলাসে বাস   উদার আকাশ
         মর্ত্যবাসীর প্রিয়।


নর ও নারী         সৃষ্টি তাঁরই
         রঙে রসে ভরা,
স্বর্গ-মর্ত্য           দুই অমর্ত্য
         ধন্য সসাগরা।
---


প্রেরণাদাত্রী
অজিত কুমার কর


জন্ম থেকে দেখছি তোমার মনোহরণ রূপ
স্নেহ আদর পড়ছে ঝরে অবিরাম টুপটুপ।
মুহূর্তও রও না দূরে তোমায় কাছে পাই
অনায়াসে পেরোই বাধা, শীর্ষদেশে যাই।


কখনও বা সাকার তুমি, আবার নিরাকার
অদৃশ্য এক যোগ খুঁজে পাই সর্বত্র তোমার।
প্রভাতরবির আলো যেমন ছড়ায় না উত্তাপ
তোমার পরশ তেমনি কোমল অজানা তার মাপ।


শিরায় শিরায় রক্তধারায় তোমার অবস্থান
নদীর স্রোতধারার মতো জোয়ারভাটার টান।
প্রবহমান আমার জীবন নয় খুব মন্থর
রুদ্ধ হয়নি অগ্রগতি এগোচ্ছি তরতর।


যখন লিখি ভেসে ওঠে তোমার হাসিমুখ
লেখনী পায় গতি তখন গর্বে ভরে বুক।
পরিপাটি করার জন্য শব্দ জোগাও ঠিক
ঘড়ির কাঁটা এগিয়ে চলে টিকটিক টিকটিক।


তুমি পাশে আছো বলেই পাই না কোথাও ভয়
তোমার আমার এই বন্ধন অচ্ছেদ্য অক্ষয়।
চরৈবেতি চরৈবেতি, বলে বল জোগাও
পিছন পানে তাকাবে না, যাও এগিয়ে যাও।


© অজিত কুমার কর