.         প্রেম চিরন্তন
       অজিত কুমার কর


প্রেম ও প্রীতি         সৌধ-স্মৃতি  
         নীল যমুনার তীরে,
শাজাহান নেই     মমতাজ নেই
       পাব না আর ফিরে।


প্রেম সুমহান      বিধির বিধান
         খণ্ডাবে কে তাকে,
শ্রীরাধার মন        হয় উচাটন
        বংশীধারীর ডাকে।


ফুল ও ভ্রমর    ঢেউ ও সাগর
            নভে পূর্ণ শশী,
রূপ মনোহর      পায় সমাদর
          যেন সব ঊর্বশী।


পার্বতী-শিব   কে কার মনিব?
           সবার বরণীয়
কৈলাসে বাস উদার আকাশ
         মর্ত্যবাসীর প্রিয়।


নর ও নারী          সৃষ্টি তাঁরই
         রঙে রসে ভরা,
স্বর্গ-মর্ত্য             দুই অমর্ত্য
         ধন্য সসাগরা।