.                   প্রেম এত মধুর
                  অজিত কুমার কর


   ফাগুনদিনের অস্তরবি শাল-মহুয়ার ডালে
কঙ্কাবতীর চিত্তে জোয়ার টোল পড়ে তাঁর গালে।
           ওই শোনা যায় বংশী বাজে
              ব্যস্ত এখন অঙ্গসাজে
প্রিয় যে তার পৌঁছে গেছে লাগল হাওয়া পালে।


কুসুম পলাশ হাওয়ায় দোলে বনবীথির পাশে
কঙ্কাবতীর বাহারি সাজ দেখেই তাঁরা হাসে।
                নৃত্য এবার হ’ল শুরু
                দখিনা বয় ফুরুফুরু
ধামসা মাদল বাজছে তালে খুশির ভেলায় ভাসে।


    কে নেই দলে আছে সবাই রাধা-পুষ্প-অনু
বেণীর সাথে কোমর দোলে, দোলে কোমল তনু।
            কলকেফুলের মালা গলে
           পায়ের নূপুর বেজেই চলে
  ওদের এ’প্রেম রংবাহারি আকাশের রামধনু।


   থামে না আর নাচের লহর খুশির পরাগ মাখে
  রাতের পাখি ডেকে ওঠে শাল-পিয়ালের শাখে।
           ওদিকে নেই নজর কারো
           রিদিম একটু বাড়ল আরো
প্রেমের দোলায় দোলে ওরা কেউ না খবর রাখে।


© অজিত কুমার কর