রাধাকৃষ্ণ প্রেম-নদীতে তুলবে যে আজ ঝড়
ললিতা সই একলা বসে তারে বোলায় ছড়।
মধুর ধ্বনি আসছে ভেসে
পূর্ণ শশী উঠল হেসে
ওর মহিমা জানতে হলে রাধার পায়ে পড়।


কদমতলে কৃষ্ণসখার বংশী বাজে ওই
কোনও কাজে মন লাগে না কেমনে বসে রই।
বিশাখা সই ডাকল পিছে
থামাস কেন আমায় মিছে
দাঁড়িয়ে দেখে পিছন ফিরে আসছে যত সই।


একলা গেলে ছাড়বে না রে কৃষ্ণ কালাচাঁদ
কথায় কথায় আটকে দেবে বিষম প্রেমের ফাঁদ।
আমরাও সই সঙ্গে যাব
একটুখানি দেখতে পাব
ভরা জোয়ার লেগেছে আজ টিকবে নাকো বাঁধ।


রাধার পিছু বিশাখা যায় কেউ গেল না বাদ
নৃত্য গীতে উঠল ভরে ছড়ায় এ সংবাদ।
গোপিনীরা জুটল এসে
প্রেমজোয়ারে গেল ভেসে
কুঞ্জবনে খুশির জোয়ার পুরল সবার সাধ।