সে তো অহৈতুকী প্রেম পরগাছা-গাছে
যেমন জল ও মাছে; প্রেম দু'জনের
বন্ধন অবিনশ্বর । নয় তো একের
বাধাবিঘ্ন মানে হার যেথা প্রেম আছে।
বৈদুর্যমণিও হারে মৃত্তিকার কাছে
আকাঙ্ক্ষাবিহীন প্রেমে শোভা সৌন্দর্যের
শুধু চেয়ে চেয়ে দেখা স্পর্শ অন্তরের
অপার সুখানুভূতি নর্তকীর নাচে।


নিকষিত হেম প্রেম অত্যাশ্চর্য দীপ্তি
অন্ধের যষ্ঠির মতো পথের দিশারি
প্রেম শূন্য হৃদয়ের ক্রুর হিংস্র রূপ।
অনিদ্রায় প্রেম-স্বপ্নে প্রশান্ত সুষুপ্তি
প্রচন্ড খরায় প্রেম গণ্ডুষের বারি
বিলাবে অনন্তকাল গন্ধ প্রেম-ধূপ।