গোধূলির রঙ মেখে এসেছিল প্রেম
স্নিগ্ধ কোমল আবেশ অতি মোলায়েম।
অস্তরাগে দেখি আমি ক্ষণিকের তরে
অধরা মাধুরী তুমি কমল অধরে।
অনুভূতিটুকু শুধু গাঁথা আছে মনে
অন্তরে বিরাজে আজো অতীব গোপনে।
এখনো কুহরি ওঠে দিবসে তিমিরে
অনুপম মায়াজাল রাখে সদা ঘিরে।


মনে পড়ে সুরভিত সেই শুভক্ষণ
ভারশূন্য তনু যেন বাতাসে প্লবন।
ঢেউ এসে ছুঁয়ে যায় হাসে বেলাভূমি
চরণের ছাপ ফোটে রবিকর চুমি।
অমলিন স্মৃতিকণা মননে উজ্জ্বল
গাছের শাখায় পাখি করে কোলাহল।।