পৃথিবী তোমাকে


ভালোবাসি প্রকৃতিকে নিজেরে তোমাকে
তুমি কি বোঝ না তাহা সবুজ পৃথিবী?
আমি দীন গোত্রহীন এক শ্রমজীবী
অতি কষ্টে চলে দিন জানাব বা কাকে।
যেদিন যেমন জোটে পাঠাই মৌচাকে
সকালে বেরিয়ে পড়ি জড়িয়ে গরিবী
অশান্ত ধরণি-বুকে পরিত্যক্ত ঢিবি!
কাঁটাঝোপ গুল্মভরা চেন না আমাকে?


চাহিদা অতীব অল্প তা তো তুমি জান
তবু যেন মনে হয় ব্রাত্য চরাচরে
আমার চলার পথ কন্টক বিছান
পড়িনি এখনো আমি তোমার গোচরে।
প্রতিটি জীবের আছে সম অধিকার
বাস্তবে ঘটে না তাহা অবরুদ্ধ দ্বার।


##অজিত কুমার কর