আকাশ বলে আমার প্রিয় রাতের যত তারা
অন্ধকারে জোগায় আলো হয় না পথহারা।
পাখপাখালি তরুর প্রিয় বাঁধে আপন বাসা
পাতায় ডালে ওদের নিবাস দেখতে লাগে খাসা।


নদীর প্রিয় বৃষ্টিধারা অন্তরে প্রেম জাগে
সাগরপানে ত্বরিতে ধায় প্রবল অনুরাগে।
পাহাড় বলে আমার প্রিয় জমাট তুষার রাশি
প্রভাতবেলা তাইতো মেলে অপার্থিব হাসি।


বাতাস বলে আমার প্রিয় জ্বলন্ত ওই রবি
রোদ না পেলে রইত না বেগ অদৃশ্য এক ছবি।
উটই হ’ল আমার প্রিয় বলল ডেকে মরু
অল্প জলেই তুষ্ট ওরা খাদ্য কাঁটাতরু।


আংটিপরা অনামিকায় রুপের আগুন জ্বলে
কল্লোলিনী তাইতো প্রিয় হীরক হেসে বলে।
হরিণ বলে আমার প্রিয় গুল্ম লতাপাতা
ওদের খেয়ে জীবন বাঁচে দীর্ঘ জীবনখাতা।


আমার প্রিয় জন্মভূমি বাংলামায়ের মাটি
এজগতে আর কিছু নাই মায়ের মতো খাঁটি।
চিত্ত জুড়ায় দেখলে পরে মায়ের মুখে হাসি
আদর যত্ন সবই মেলে হেথায় রাশি রাশি।