##প্রথম দর্শন##


যেদিন তোমায় প্রথম দেখি,
কোথায় জান
রথের মেলায়
সন্ধেবেলা এক পলকে
তোমার সাথে আর কে ছিল
মুখ মনে নেই
একটি মুখই
আঁকা আছে, কী চকমকে!


তুমি আমায় দেখলে কিনা
অস্তরাগে
তা জানি না
সেদিন থেকেই চলছে বেজে
একনাগাড়ে
মনোবীণা


নাইবা আমায় দেখলে তুমি
তাতে কিছু
যায় আসে না
আমি কিন্ত যাইনি ঠকে
হাজার ভিড়েও চিনতে পারি
মিলিয়ে দেখি
বদলেছ না
একই আছ আমার চোখে।
  """"""""""            


*              ##খাসমহল##


যাবার আগে গড়ে গেলাম তোমার খাসমহল
জানিনা কে যাব আগে গড়ায় কোথায় জল।
            ইট দিয়ে নয় তৈরি পাতায়
           পাল টাঙানো, বাতাসে ধায়
   পালে আঁকা প্রভাত-রবি সর্বদা ঝলমল।


    পছন্দ ঠিক হবে তোমার সারা গা' সবুজ
             তুলির টানে চিত্র আঁকা
            জীবন যেন গাড়ির চাকা
কখন কী হয় কেউ জানি না মানুষ তো অবুঝ।


রইব ভেসে নদীর বুকে দুজনের যে কেউ।
              মহামিলন হবেই হবে
            জীবনসাথি পৌঁছবে যবে
তখন যাব নীল সাগরে সাহায্যে স্রোত, ঢেউ
তুমি আমি কেবল দুজন আর র'বে না কেউ।


      ##অজিত কুমার কর