দুইটি হাতে দুইটা কাঠি ঢ্যাম কুড়া কুড় বাজায় ঢাকি
বাজনা শুনে মন ছুটে যায় ঘরের কোণে কেমনে থাকি।
মা’র আগমন বার্তা পেয়ে চতুর্দিকে বিপুল সাড়া
মৃন্ময়ী মা’র অঙ্গসাজে ব্যস্ত এখন কুমোরপাড়া।


কাশের মাথায় সাদার চমক দিঘির বুকে পদ্মকলি
উড়ছে কত প্রজাপতি শিউলি ফুলে জুটছে অলি।
কংসাবতী নদীর জলে স্নানটি সেরে উঠল রবি
আকাশপটে নিপুণ হাতে অবন যেন আঁকল ছবি।


পরিক্রমা ক’রবো শুরু ঘরের শহর পাঁশকুড়াতে
সপ্তমীতে আমরা ক’জন যাবো ঘাটাল প্রাণ জুড়াতে।
ওখান থেকে দেবো পাড়ি গড়বেতা ও চন্দ্রকোণা
গনগনিও আসবো ঘুরে ওর কাহিনী অনেক শোনা।


শাল মহুলের বনের ভিতর শুকনো পাতার মড়মড়ানি
হাওয়ায় ভাসে লতাপাতা গাছগাছালির ফিসফিসানি।
অষ্টমীটা যাই না কোথাও সবার সাথে দিই অঞ্জলি
‘সবার পাশে থেকো মা গো’ করজোড়ে এটাই বলি।