পুকুরঘাটেই পাবে
অজিত কুমার কর


হিজল ঝরে অনাদরেই জলে
জন্মেছে সে মাটিতে ঠাঁই পেয়ে
মন রাঙাতে কোকিল ওঠে গেয়ে
ছোঁয় না ওকে স্নান করে সকলে।


অভিমানের ধার ধারে না কেহ
বক্ষে জমে হতাশা আর ক্ষোভ
আরো কী চায় কীসের এত লোভ
দিন ফুরোলে অসাড় হবে দেহ।


অবহেলায় মুখ ফিরাল যারা
ভ্রান্ত পথে, অসার অনুযোগ
মান হারাবে রাখলে যোগাযোগ!
অহমিকার জটিল ফাঁদে তাঁরা।


মরীচিকায় নিয়ত ঘুরপাক
হীনমনারা অবিবেচক তাই
মরুর বুকে জল কোথাও নাই
মৌমাছিও বানায় না তো চাক।


ভুল ভাঙলে সেদিন দেখো খুঁজে
আমাকে এই পুকুরঘাটে পাবে
মনবিহঙ্গ স্বাগত জানাবে
লালগোলাপ তখন দিয়ো গুঁজে।


© অজিত কুমার কর