পুনরুত্থান
অজিত কুমার কর


শঙ্খ ছিল শঙ্খ আছে রইবে সঙ্গে চিরকাল
ফুঁ না দিলেও বাজে এ শাঁখ ভাবছ এটা অবাস্তব
সাগর-সেঁচা ঝিনুক এ নয় স্বাধীনচেতা এক কবি
শিরদাঁড়া তাঁর শক্ত ঋজু প্রাজ্ঞ অতল জ্ঞানার্ণব।


লেখনীতে ঝরত আগুন ঝলসে যেত সেই দেহ
অহরহ করত যারা এই সমাজকে অসম্মান
ঘুণ ধরেছে প্রশাসনে পরিবর্তন চাই আবার
বেহায়া নির্লজ্জ ওরা নেইকো ওদের চক্ষু-কান।


ছেয়ে গেছে দুর্নীতিতে শিক্ষা-স্বাস্থ্য-কল্যাণে
লুটেপুটে খাচ্ছে ওরা হয়নি সবার হাজতবাস
প্রতিবাদে মুখর হলেও হেলদোল নেই একটুও
এতই বেপরোয়া ওরা আমজনতার নাভিশ্বাস।


গদি পেলেই আর দেখে কে স্বজনপোষণ লুঠতরাজ
একচ্ছত্র অধিপতির মতোই ওদের আচরণ
সকল স্তরেই ঘুঘুর বাসা ভাঙা মোটেও সহজ নয়
শঙ্খ তুমি এসো আবার তোমাকেই খুব প্রয়োজন।


তুমি এলেই শুরু হবে দিকে দিকে শঙ্খরব
উঠবে জেগে ফের বাঙালি এখন গভীর সুপ্তিতে
নতুনভাবে জীবন শুরু উজ্জীবিত উদ্যমে
এই বাংলাই পথ দেখাবে বার্তা যাবে পৃথ্বীতে।


© অজিত কুমার কর