পূর্বপুরুষ
অজিত কুমার কর


আজই তো ভূত চতুর্দশী
তাই বুঝি ভূত ধরল ঘিরে
ভাবছি আমি কী দিলে আজ
শান্ত হয়ে যাবে ফিরে।


বাঙালিদের পূর্বপুরুষ
তাদের মনে দুঃখ কত
লাঞ্ছনা কি কম সয়েছে
হয়নি বিলীন সেসব ক্ষত।


বিলাসে যায় জীবন কেটে
কেউ কি ওদের স্মরণ করে
এখন আমার বিপদ ভারি
কেমন করে রইবো ঘরে।


কারা আমার চোদ্দো পুরুষ
দুটো পুরুষ কেবল চিনি
কল্পনাতে তৈরি করি
জীবন নিয়ে ছিনিমিনি।


ওদের খুশি করতে আমি
চোদ্দোটা দীপ এবার জ্বালি
ফল বাতাসা চিড়ে দিয়ে
স্মরণ করি, জয় মা কালী।


অর্ঘ্য পেয়ে তৃপ্ত হ'তে
জোনাকিরা জ্বালায় আলো
পৌঁছে গেল তারার দেশে
পূর্বপুরুষ কতই ভালো।