আভিমানে বুঝি তুমি লুকালে আনন
পূর্ণিমা রজনি যেন অন্ধকার কূপ
অনতিবিলম্বে হল অদৃশ্য স্বরূপ
রাঙা হ’লো পটভূমি রাঙালে এ মন।
ধরার বাসনা ছিল কী করি এখন
কোথায় বাড়াব হাত তুমি তো নিশ্চুপ
থালিতে নৈবেদ্য পড়ে পুড়ে যায় ধূপ
দর্শনের প্রতীক্ষায় করি নিরীক্ষণ।


বহির্বিশ্বে ঘটে চলে কতনা ঘটনা
পড়ে না সমস্ত ধরা রয় অগোচরে
কুসংস্কার অপব্যাখ্যা অসত্য রটনা
বিভ্রান্তি ছড়ায় বিশ্বে যুগ যুগ ধরে।
সুযোগসন্ধানী যারা তাঁরা হটকারি
যুক্তিবাদী জনগণ পথের দিশারি।