জ্যোৎস্নারাতে কবির ব্যাকুল মন
   পল্লিপথে অভিযান-গোপন।
         বিধুমুখীর আলো
         মুছল যত কালো
উদবেল তাঁর চিত্ত ক্ষণে ক্ষণে।


  দিচ্ছে ধরা দৈন্য পরের পর
  পড়ছে চোখে অবিন্যস্ত ঘর।
          ব্রাত্য কেন রবে
         সাজাবো বৈভবে
এরাও আপন কে বলেছে পর।


যেমনি ভাবা অমনি শুরু কাজ
শ্রীনিকেতন পরল নতুন সাজ।
         ব্যস্ত নরনারী
        অবাক পথচারী
এ যেন এক স্বপ্নে গড়া তাজ।


সবাই সেথা উচ্চে তোলে শির
মোচন হলো দুঃখের জিঞ্জির।
       জাগল হৃদে আশা
        ফুটল মুখে ভাষা
  রবির স্পর্শে সুন্দর সুস্থির।