*                                      
যেদিন আমি প্রথম দেখি চমক দুচোখজুড়ে
    স্বপ্ন নাকি সত্যি যেন স্বর্গে গেছি উড়ে।
              রঙিন ঝাড়ু কে রেখেছে
            রেখে সে বা কোথায় গেছে
   অঙ্গ জুড়ে রামধনু রং ঊর্ধ্বপানে চেয়ে  
রংবেরঙের বসন দেখে গেলাম আমি ধেয়ে।


কাশের মতো দেহের গড়ন হাওয়ায় দোলে মাথা
  যতই দেখি আশ মেটে না গোড়ায় গুচ্ছ পাতা।
               কত কী যে এমন ফোটে
            দেখার ভাগ্য আমার জোটে
জগৎজুড়ে সবাই ওদের প্যাম্পাস নাম জানে
গজায় ওরা ধরার বুকে বিশেষ বিশেষ স্থানে।