রাজা মহারাজা
অজিত কুমার কর


গঙ্গাস্নানে যাচ্ছে রাজা বাহন হাতি ঘোড়া
লোকলস্কর সঙ্গে কত পালকি জোড়া জোড়া।
প্রজারা সব লাইন ধরে দু'হাত তুলে প্রণাম করে
এতেই তাদের চিত্ত ভরে
জুটতে পারে তোড়া।


পথের 'পরে সাধক বসে জ্বলছে পাশে ধুনি
সান্ত্রী এসে বলল তাঁরে পথ ছাড়ো হে মুনি।
আসছে রাজা এ'পথ দিয়ে করবে সিনান গাঙে গিয়ে
যাও, সরে যাও এসব নিয়ে পা কি তোমার খোঁড়া?
জলদি হটো আসছে ছুটে রাজার তেজি ঘোড়া


তবুও মুনি পথ ছাড়ে না রাজাই এলো কাছে
নেইকো মুনির নড়নচড়ন অনড়, বসে আছে।
রাজা শুধায়,'তুম কৌন হ্যায়?' মুনিও বলে,'তুম কৌন হ্যায়?'
'আমি হলেম দেশের রাজা', 'তাহলে জোর বাজনা বাজা'
রাজাধিরাজ কেমন তাজা!
জানতে বাকি আছে।

হাজার প্রশ্ন রাজা করে শুনল মুনি ধৈর্য ধরে
জবাব দিল হর্ষ ভরে,
'আমার কোনও অরাতি নেই লাগে না তাই সেনা
পথেই ঘুরি পথেই বসি সকল পথই চেনা।
নেইকো কোনও খরচাপাতি লাগে না তাই কড়ি
আমি হলেম রাজার রাজা মনে সৌধ গড়ি।'
----------
সূত্র : সঞ্জীবনী সুধা পান করো
         -সঞ্জীব চট্টোপাধ্যায়।