*                রক্তদানের আহ্বান
                  অজিত কুমার কর


এগিয়ে এসো রক্ত দিতে তোমার রক্তে বাঁচবে প্রাণ
  এর যে কোন বিকল্প নাই, মুমূর্ষুকে জীবন দান।
               রক্ত দেহে শক্তি জোগায়
               বাঁচার শক্তি গ্রহীতা পায়
  রক্তদানে কীসের ভীতি, হয়ো না কেউ ম্রিয়মাণ।
              শরীর ও মন রইবে তাজা
                রক্তদাতা সবাই রাজা
মুক্ত করো হৃদয় দুয়ার এ যে মহান প্রীতির টান।
             আলোয় ভুবন উঠবে ভরে
              ফুটবে হাসি ওই অধরে
   সবার সাথে উঠবে গড়ে মানবতার ঐকতান।