রক্তধারায় বাংলা বর্ণ
অজিত কুমার কর


কে দিল প্রাণ কেন দিল
ক'জন সেটা জানে,
ফাগুনের আট পালন করার
কী বা আছে মানে।


প্রবাসে বা দেশে যারা
ক'জন বাংলা বলে,
হাই, হ্যালো আর নমস্তে জী
এটাই বেশি চলে।


প্রশাসনের তৎপরতা
সকালে হয় শুরু,
শিমুল তুলোর মতোই ওদের
মনটা উড়ু উড়ু।


চিঠিপত্র আদেশনামা
ইংরেজিতেই  লেখে,
ভাষার প্রতি এত দরদ!
বিস্মিত হই দেখে।


বাঙালিদের রক্তধারায়
বাংলা বর্ণ মিশে,
মুখ দিয়ে তা বেরোয় নাকো
বেরোয় পাখির শিসে।


© অজিত কুমার কর