রক্তরাঙা ভারতমাতা


ভূমিষ্ঠ হয় পথে-ঘাটে ভারতমাতার ভবিষ্যৎ
বাড়ি কোথায় ফিরবে কবে শেষ হবে কি চলার পথ?
ক'দিন ধরে হাঁটছে পথে তবু মানতে নারাজ হার
প্রসবব্যথার কী যন্ত্রণা মা ছাড়া কে বুঝবে আর!


ভারতমাতা উঠলে রেঙে উষর মাটি হয় সরস
কত তুচ্ছ এদের জীবন শ্রম দিয়েছে নিরলস।
উঁচু-উঁচু অট্টালিকা, পেটের দায়ে হাত লাগায়
এই মাটিতে জন্ম তবু পরিযায়ী ছাপটা গা'য়!


পথে জন্ম, জন্ম ট্রেনে, সহযাত্রী মৃত্যুদূত
ওদের গতি ক্ষীপ্র অতি শিল্পকর্ম সব নিখুঁত।
বড্ড দেরি হল দিতে মহামান্যর অধ্যাদেশ
'ঘরে ফেরার খরচ দেশের' অসামান্য দান অশেষ।


পণ্য যেমন ঠাসাঠাসি তেমনি শ্রমিক ফিরছে ঘর
স্বাচ্ছন্দ্যের বড়ই অভাব, কষ্ট ওদের নিরন্তর।
বেঁচে থাকার রসদ জোগায় শ্রমিক এবং কৃষকভাই
হাতের কাছে তৈরি জিনিস সহজে তাই আমরা পাই।


রাজার নজর অন্যদিকে বড্ড বেশি উদাসীন
সহযোদ্ধা- তারাও তেমন এটা তো নয় সমীচীন।
বিপন্নকে সাহায্যদান মনুষ্যত্বের পরিচয়
উল্টোপথেই হাঁটতে দেখি কেন এমন অবক্ষয়!


##অজিত কুমার কর