।।রাঙায় কে।।


আকাশে কে রং ঢেলেছে
কোথায় পেল এমন নীল?
শাবাশ পাবার যোগ্য সে'জন
যার প্যালেটে রঙের ঝিল।

অন্য রংও আছে প্রচুর
মেঘপরিকে রাঙায় বেশ
জাদুকরের ভেলকি না কী!
যতই ঢালে হয় না শেষ।

মুহুর্মুহু বদলে ফেলে
ইচ্ছে খুশি লাগায় রং
কী কৌশলে আঁকে ও' যে
এক পলকে অন্য ঢং।

আকাশের রং হাতিয়ে নিয়ে
রেঙে ওঠে সাগরজল
সেই আনন্দের বহিঃপ্রকাশ
জল-তরঙ্গে পায়ের মল।


##অজিত কুমার কর