#               রাঙাব মন ওই রঙে
                  অজিত কুমার কর


       বেগুনি রং আমার প্রিয় রাঙাতে চাই মন
       ও' রং মেখে লাস্যময়ী আকাশটা কেমন!
দিঘির জলে রং ফুটেছে প্যালেটের রং কে ঢেলেছে
        পুষ্পিত সব কুঁড়িগুলো ঝলমলে এখন
         বিনা শর্তে করছি আমি আত্মসমর্পণ।


  রং লেগেছে পাখির পাখায়, 'আয়, এদিকে আয়'
   যেই ডেকেছি অমনি পাখি আমার পানে চায়।
শুধু একটা শিস দিল সে একটা পালক পড়ল খসে
    এমন দিনে এ' উপহার দিয়েই উড়ে যায়
    সযতনে রেখে দিলাম হাত বুলিয়ে তায়।


        এলেও পাখি দেয় না ধরা সর্বদা চঞ্চল
         আন্দোলিত হতে দেখি সুগন্ধী অঞ্চল।
ও' যে আমায় হাতছানি দেয় নিজস্বতা সব কেড়ে নেয়
     তখন আমি ভাবে বিভোর ওর স্মৃতি সম্বল
    কানের কাছে যেন বাজে ওরই পায়ের মল।


  রোজ বিকেলে বাগানে যাই মাথা দোলায় ফুল
      বাতাসে হয় অবিন্যস্ত নিবিড় কালো চুল।
ঢাকা পড়ে তখন ও' মুখ উঁকি মারে দিঘির শালুক
       কোথায় ছিল হঠাৎ এল কাননে বুলবুল
    একটু পরশ পাবার আশায় এ' চিত্ত আকুল।