প্রিয়া - তোর কি কোনও কম্ম নাই
          প্রতিদিনই দেখতে পাই
                 তালপুকুরে
                  ভরদুপুরে
          যখন একা নাইতে যাই।


প্রিয় - পাছে লোকে নজর দেয়
        গচ্ছিত ধন ফুসলে নেয়
              উড়ছে পাখি
              লক্ষ্য রাখি
        তাইতো করি সময় ব্যয়।


প্রিয়া - দেখছি বড়ই দরদি
         বইছে হৃদে প্রেম-নদী
            মুখপোড়া তোর
             কাটাবো ঘোর
       কালকে তোকে পাই যদি।


প্রিয় -   কেন রে তুই রাগ করিস
        ফোঁসফোঁসানি কাল-খরিশ
                বুঝি না কি
               আমায় ফাঁকি
       কীসের জ্বালায় তুই মরিস!


প্রিয়া -  বাড়বাড়ন্ত তোর সাহস
         ঝরছে যেমন খেজুর রস
             বুঝবি কী তুই  
             ঘূণপোকা উই
        মানাতে চাস আমায় বশ!


প্রিয় - আর কতদিন উড়বি বল
        গড়ালো তো অনেক জল
             এবারে থাম
             ফুরাবে দাম
        হারাবি তুই রূপের ঢল।


প্রিয়া - তুই তো একটা জ্ঞানপাপী
            বন্ধ এবার কর ঝাঁপি
                 মুরোদ কত
                 বুকনি যত
           তুলাদন্ডে আয় মাপি।


প্রিয় - মরছি আমি তোর লাগি
        ঘুম আসে না রাত জাগি
             ফিরাস না রে
             আর এবারে
       শুধু একটু প্রেম মাগি।


প্রিয়া - নাছোড়বান্দা বেশ তো তুই
          চালের টোঁকায় যেমন রুই
               আয় তাহলে
               পরাই গলে
       হাসছে মালায় গোলাপ জুঁই।


প্রিয় - এবার বাজা সানাই শাঁখ
         বরণডালা তৈরি রাখ
             দে রে উলু
              সীমা বুলু
       তোরাও খুশির আবির মাখ।