রোবট করবে চাষ
অজিত কুমার কর


বদলে গেছে সাবেক প্রথা
বলদে নয় চাষ,
শুয়ে শুয়ে কাটছে জাবর
উগরে পাতা ঘাস।


চাষি এখন চষছে জমি
হাতে মেশিন তার,
ভবিষ্যতে করবে রোবট
মানবে না সে হার।


নতুন যন্ত্র উদ্ভাবনে
পিছিয়ে নেই দেশ,
দূর থেকে তা নিয়ন্ত্রিত
লাঘব হচ্ছে ক্লেশ।


অগ্রগতি লক্ষ্যণীয়
শেষেরও শেষ নেই,
দিনে দিনে কী যে হবে
ভেবে পাই না খেই।


কৃষক,বলদ অলস হবে
নেইকো কায়িক শ্রম,
এটাই হল রূঢ় বাস্তব
নয়কো এটা ভ্রম।


© অজিত কুমার কর