*              রক্তিম ফাল্গুন
              অজিত কুমার কর


    আবার এসেছে সেই অভিশপ্ত মাস
     বসন্তের আগমনে ফুটেছে শিমুল।
বাহান্নর স্মৃতিকথা    হৃদয়ে জাগাল ব্যথা
      রত্নগর্ভা জননীর অবিন্যস্ত চুল
     অদৃষ্টের এ কী মর্মন্তুদ পরিহাস!


     বিদ্রুপের পূর্বাভাস ছিল না সেদিন
      অরুণ-কিরণে উদ্ভাসিত চতুর্দিক।
দাবি শুধু মর্যাদার      সমৃদ্ধ বাংলাভাষার
      দৃপ্ত প্রতিবাদ ছিল হিংস্রতাবিহীন
       শাসকের আচরণ নয় মানবিক।


       মাতৃভাষা মাতৃস্তন্য, মাতৃঅন্ত প্রাণ
        সালাম জব্বার বরকত শফিউর।
সেনারা চালালো গুলি   নিভে গেল শিখাগুলি
        জননীর হাহাকার, বেদনার সুর
       মর্মান্তিক দৃশ্য, সন্তানের বলিদান।


       স্মরণে জ্বালায় তাই প্রকৃতি আগুন
     জারুল পলাশ ফোটে পাখির কাকলি।
শহিদ স্মরণে নত         জানাই সেলাম শত
         স্মরণীয় অবদান মনে মনে বলি
      শহিদ-শোনিতে লাল সেদিন ফাগুন।