রমজান


ওই আসে, ওই আসে প্রাণের প্রাণ
বিশ্বমাঝে সবার হিতে পবিত্র রমজান।


ভুল হলেও মিলবে খোদার মাফ
প্রকাশ কর নম্রচিতে আপন পরিতাপ।


সবার আগে আপনাকে শোধন
নতুন রঙে উঠবে রেঙে তবেই এই ভুবন।


দীনের দিকে বাড়াও প্রীতির কর
তোমার দিকে তাকিয়ে আছে কম্পিত অধর।


ধুয়ে ফেল জমাটবাঁধা দ্বেষ
তা না হলে করতে হবে পরে হাপিত্যেশ।


মানুষ ছাড়া কে দেবে আশ্বাস
মস্ত সুযোগ করে দিল পবিত্র এই মাস।


ফুরুফুরু দখিন সমীরণ
সংকীর্ণতা ঝেড়ে ফেলে উদার কর মন।


##অজিত কুমার কর