রমণীর সান্নিধ্য


একেলা রমণী এইবেলা কোথা যাও?
মলিন বদন                বিকেল এখন
যেতে রাজি আছি যদি তুমি সাথে নাও
          একটু ফিরে তাকাও।


   পাহাড়িয়া পথ প্রয়োজন যষ্ঠির
পুটুলিটা শিরে         পথ চল ধীরে
দাঁড়াও দাঁড়াও হয়ো নাকো অস্থির
         আমি এক মুসাফির।


কোনদিকে যাবে বল ঠিকানা তোমার
জোনাকির আলো   সরাবে না কালো
  ঘনাবে আঁধার তাই জানা দরকার
           হাতটা ধর আমার।


পাহাড়ের ঢালে ছোটো এক কুঁড়েঘর
জ্বালাল প্রদীপ           করল জরিপ
  কুজো থেকে জল শুরু হল সমাদর
             রাত্রি শেষ প্রহর।


##অজিত কুমার কর